‘বর্ষসেরার পুরস্কারের দাবিদার গ্রিজমান’

সাম্প্রতিক সময়ে অঁতোয়ান গ্রিজমানের পারফরম্যান্সে মুগ্ধ দিয়েগো সিমেওনে। তারকা এই ফরোয়ার্ডকে ব্যালন ডি'অর পুরস্কার জয়ের দাবিদার বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 08:37 AM
Updated : 18 Sept 2016, 08:37 AM

লা লিগায় গত শনিবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে স্পোর্তিং গিহনের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন গ্রিজমান। ম্যাচটিতে জোড়া গোল করেন ফের্নান্দো তরেসও।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, “আমার কাছে, গত বছর গ্রিজমান ইউরোপের সেরা খেলোয়াড় ছিল। আমি যা বলছি তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”

“সে চ্যাম্পিয়ন্স লিগ আর ২০১৬ ইউরোর ফাইনালে পৌঁছেছে, অনেক গোল করেছে। লা লিগায়ও অনেক গোল করেছে। তার ধারাবাহিকতা তাকে আরও শক্তিশালী করে। আমি আশা করি, সে যেহেতু অসাধারণ ফর্মে আছে, ব্যালন ডি’অরের দৌড়ে থাকবে। এটা ধরে রাখতে পারলে সে আরও ভালো করবে।”

স্পোর্তিংয়ের বিপক্ষে জয়ের কৃতিত্ব পুরো দলকেই দেন সিমেওনে।

“সত্যি হচ্ছে দলের সমষ্টিগত পারফরম্যান্সে আমরা খুব খুশি।”