ইসলামের জোড়া গোলে লেস্টারের সহজ জয়

মৌসুমের শুরুটা বাজে হওয়ার পর ছন্দে ফেরার আভাস দিচ্ছে লেস্টার সিটি। নবাগত ইসলাম স্লিমানির নৈপুণ্যে বার্নলিকে সহজেই হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2016, 04:39 PM
Updated : 17 Sept 2016, 04:43 PM

শনিবার বিকালে বার্নলিকে ৩-০ ব্যবধানে হারাতে জোড়া গোল করেন আলজেরিয়ার ফরোয়ার্ড স্লিমানি। অন্যটি আত্মঘাতী।

নিজেদের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে অস্ট্রিয়ার ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকসের ক্রসে লাফিয়ে হেড করে বল জালে জড়ান ইসলাম।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও হেডে লক্ষ্যভেদ স্লিমানির। ৪৮তম মিনিটে রিয়াদ মাহরেজের নীচু ক্রস গোলমুখে ব্যাকহিল দিয়ে উপরে তুলে দেন জেমি ভার্ডি। তা থেকেই ব্যাবধান দ্বিগুণ করেন গত অগাস্টে লেস্টারে যোগ দেওয়া স্লিমানি।

৭৮তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় লেস্টারের। আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজের নীচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলেন দেন এই ইংলিশ ডিফেন্ডার।

লিগে প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া লেস্টার তৃতীয় রাউন্ডে প্রথম জয়ের দেখা পায়। তবে গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-১ গোলে হারে ক্লাওদিও রানিয়েরির দলটি।

তবে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফেরার আভাস দেয় লেস্টার। তারই ধারাবাহিকতায় এ মৌসুমে প্রথম টানা দুটি ম্যা্চ জিতল তারা।

এই জয়ে পাঁচ ম্যাচে লেস্টারের পয়েন্ট হলো ৭।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। পাঁচ ম্যাচে সবকটিতে জেতা পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১৫।

আরেক ম্যাচে হাল সিটিকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। পাঁচ ম্যাচে গতবারের রানার্সআপদের পয়েন্ট ১০।