আর্জেন্টিনা দলে একসঙ্গে মেসি-আগুয়েরো-হিগুয়াইন

নতুন কোচ এদগার্দো বাউসার প্রথম দলে ছিলেন না গনসালো হিগুয়াইন। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন সের্হিও আগুয়েরো। বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের আর্জেন্টিনা দলের আক্রমণভাগে বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে আছেন এই দুই ফরোয়ার্ডও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2016, 08:42 AM
Updated : 17 Sept 2016, 10:28 AM

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে আগামী দুই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেন বাউসা।

ইউভেন্তুসের হয়ে ভালো খেলার জন্যই ডাক পেয়েছেন শুরুতে উপেক্ষিত হিগুয়াইন। ইতালির চ্যাম্পিয়ন দলের হয়ে এ মৌসুমে তিন ম্যাচে তিন গোল করেছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

স্বল্প সময়ের অবসর থেকে ফিরে উরুগুয়ের বিপক্ষে খেলা মেসি চোটের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে পরের ম্যাচে নামতে পারেননি। এবার আগুয়েরো-মেসি-হিগুয়াইনকে একসঙ্গে মাঠে দেখতে পারেন সমর্থকরা।

পেরুর মাঠে আর্জেন্টিনা খেলতে নামবে বাংলাদেশ সময় ৭ অক্টোবর সকালে। পাঁচ দিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মেসিরা।

বাছাইপর্বের আট ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ব্রাজিলের পেছনে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। ১৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে চতুর্থ স্থানে।

দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তিগ্রেস)।

ডিফেন্ডার: ফাকুন্দো রনকাগলিয়া (সেল্তা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), গাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্তিন দেমিচেলিস (এসপানিওল), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: মাতিয়াস ক্রানেভিত্তের (সেভিয়া), হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), লুকাস বিগলিয়া (লাৎসিও), আউগুস্তো ফের্নান্দেস (আতলেতিকো মাদ্রিদ), এভার বানেগা (ইন্টার), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস গাইতান (আতলেতিকো মাদ্রিদ), আনহেল দি মারিয়া (পিএসজি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লুকাস প্রাত্তো (আতলেতিকো মিনেইরো), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (ইউভেন্তুস), গনসালো হিগুয়াইন (ইউভেন্তুস)।