চেলসির কাছে গুরুত্বপূর্ণ ব্রাজিলের অস্কার

রক্ষণেও অবদান রাখতে পারা ব্রাজিলের মিডফিল্ডার অস্কার চেলসির জন্য গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় বলে মনে করেন কোচ আন্তোনিও কোন্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 03:27 PM
Updated : 16 Sept 2016, 03:27 PM

২০১৫-১৬ মৌসুমটা অস্কারের জন্য বেশ কঠিন ছিল। সেবার চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ২০টি ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি।

চেলসির নতুন কোচ কোন্তের দলে অবশ্য মূল খেলোয়াড়দের একজন অস্কার। আর এ মৌসুমে লিগে চেলসির খেলা চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।

সাংবাদিকদের কোন্তে বলেন, “আমি সব সময়ই ভেবেছি, বল দখলে থাকার সময়ে এবং বল দখলে না থাকার সময়েও এই দলের ভালো একটি ভারসাম্য খুঁজে পাওয়া প্রয়োজন। গত মৌসুমে চেলসি ৫৫টি গোল খেয়েছে।”

“অসাধারণ টেকনিক নিয়ে অস্কার একজন ভালো খেলোয়াড় এবং আক্রমণাত্মক আর রক্ষণাত্মক দুই দিক থেকেই ভালো করতে পারে। এখন আমি তাকে সব সময় ম্যাচে মনোযোগী থাকতে বলেছি কারণ চেলসির জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে ভালো পাস দেয় এবং সে গোল করতে পারে। সে আমার এবং চেলসির পরিকল্পনায় আছে।”

অস্কার নিজেও কোন্তের অধীনে বেশ ভালো বোধ করছেন।

“আমি খুব ফিট আছি বলে মনে হচ্ছে, … ম্যাচগুলোয় আমি অনেক দৌড়েছি, আমার লড়াইগুলো জিতেছি এবং নিজের শক্তি দেখাচ্ছি।”