আগুয়েরোকে শেখানোর কিছু নেই গুয়ার্দিওলার

বরুসিয়া মনশেনগ্লাডবাখের জালে হ্যাটট্রিক করা সের্হিও আগুয়েরোর প্রশংসায় পঞ্চমুখ পেপ গুয়ার্দিওলা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে শেখানোর কিছু নেই বলে মনে করেন ম্যানচেস্টার সিটির এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2016, 09:17 AM
Updated : 15 Sept 2016, 09:18 AM

বুধবার রাতে মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে হারানো ম্যাচে হ্যাটট্রিক করেন আগুয়েরো। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের তারকা ফরোয়ার্ডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান গুয়ার্দিওলা।

“সের্হিও ভালো; কারণ সে ভালো। সে মানুয়েল পেল্লেগ্রিনির (সিটির সাবেক কোচ) সময়েও ভালো ছিল। সে জাতীয় দলেও ভালো এবং আশার কথা, সে আমাদের সঙ্গেও ভালো।” 

“বক্সের মধ্যে তার মেধা সহজাত। আমার তাকে শেখানোর কিছুই নেই”, যোগ করেন বার্সেলোনার এই সাবেক কোচ।

আগুয়েরো ও দলের বাকিদের মধ্যে সংযোগটা অটুট রাখাটাই নিজের কাজ বলে মনে হচ্ছে গুয়ার্দিওলার।

“যদি সে আমাদের সাহায্য করতে যায়, তাহলে তাকে জানতে হবে, তার পেছনে একটা দল আছে, যারা তাকে সাহায্য করতে যাচ্ছে। আমাকে এটাই শুধু তাকে বোঝাতে হবে।”