হারের দায় নিজের কাঁধে নিলেন বার্সা কোচ

আলাভেসের কাছে বার্সেলোনার হেরে যাওয়ার দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2016, 09:34 AM
Updated : 11 Sept 2016, 09:36 AM

নিজেদের মাঠ কাম্প নউতে গত শনিবার রাতে নবাগত দলটির কাছে ২-১ গোলে হারে কাতালান ক্লাবটি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলাভেস ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন এনরিকে। লিওনেল মেসি আর লুইস সুয়ারেসকে বেঞ্চে রেখে দল সাজান তিনি।

৩৯তম মিনিটে পিছিয়ে পড়া বার্সেলোনাকে বিরতির ঠিক পরে সমতায় ফেরান জেরেমি মাথিউ। বার্সেলোনা কোচ এর পর বদলি হিসেবে মাঠে নামান মেসি, সুয়ারেসকে। এতে আক্রমণের ধার বাড়ে এনরিকের দলের। তবে একটি প্রতি আক্রমণ থেকে ৬৫তম মিনিটে আলাভেসের জয়সূচক গোলটি করেন ইবাই গোমেস।

ম্যাচ শেষে এনরিকে ভুল করেছেন বলে স্বীকার করেন।

“জয়ের বেলায় মূল খেলোয়াড়দের ব্যক্তি নৈপুণ্যের কথা বলা হয়, কিন্তু হারের ক্ষেত্রে শুধু কোচকে নিয়েই কথা হয়। হারের জন্য আমিই দায়ী। একটি হার আমাদের শিখতে ও ভাবতে তাগিদ দেয়, আমরা ভুল করেছিলাম, নিখুঁত ছিলাম না-তিনটি প্রচেষ্টা থেকে দুটি গোল করেছে তারা।”

“খারাপ যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমিই। বেশিরভাগ পরিবর্তনই ছিল আমাদের চারপাশের পরিস্থিতির জন্য। আমার পুরো দলের ভেতর থেকে সেরাটা পেতে চেষ্টা করি আমি।”