রোনালদোর ফেরার ম্যাচে রিয়ালের বড় জয়

মৌসুমে প্রথমবারের মতো স্প্যানিশ লা লিগায় খেলতে নেমেই গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল উৎসবে সঙ্গী হয়েছেন লুকা মদ্রিচ, সের্হিও রামোস, পেপে ও দানিলো। দলের সবচেয়ে বড় তারকার ফেরার ম্যাচে ওসাসুনাকে ৫-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 04:11 PM
Updated : 10 Sept 2016, 04:15 PM
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ষষ্ঠ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ইউরোর ফাইনালের পর চোট থেকে সেরে প্রথম মাঠে নামা রোনালদো। অফসাইডের ফাঁদ এড়িয়ে বাঁ দিকে বল পেয়ে ডি-বক্সে ফাঁকায় থাকা রোনালদোকে দেন গ্যারেথ বেল। পর্তুগিজ অধিনায়ককে কেবল বলটা জালে ঠেলে দিতে হয়।

৩৯তম মিনিটে ওসাসুনার ডিফেন্ডার উনাই গার্সিয়ার হেড ক্রসবারে লাগলে বেঁচে যায় রিয়াল।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। ডি-বক্সে বল পেয়ে চিপ করেছিলেন রোনালদো। তাতে আলভারো মোরাতার হেড গোলরক্ষক দারুণভাবে ফিরিয়ে দিলে বল পেয়ে যান দানিলো। ব্রাজিলের এই রাইট ব্যাকের শট ঠেকানোর মতো অবস্থায় ছিলেন না গোলরক্ষক। বল একে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়।

দুই মিনিট পরই ব্যবধান আরও বাড়াতে পারতো রিয়াল। বাঁ দিক থেকে রোনালদোর নীচু ক্রস ডি-বক্সে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠিকমতো পাঠাতে পারেননি বেল।

যোগ করা সময়ে টনি ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক রামোস।

দ্বিতীয়ার্ধের কর্নার থেকে জোরালো হেডে গোল করেন রিয়াল ডিফেন্ডার পেপে।

৬২তম মিনিটে ব্যবধান ৫-০ করেন মদ্রিচ। ডি-বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

দুই মিনিট পরে ব্যবধান কমায় ওসাসুনা। দে লাস কিভাসের ক্রসে অসাধারণ এক হেডে রিয়াল গোলরক্ষক ফ্রান্সিসকো কাসিলাকে পরাস্ত করেন অরিয়ল রেইরা।

রামোস হাইমে রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় ওসাসুনা। ৭৩তম মিনিটে রবের্তো তরেসের দুর্বল শট ফিরিয়ে দিতে কোনো সমস্যা হয়নি কাসিলার।

৭৮তম মিনিটে রোমেরোর ক্রসে দারুণ হেডে স্কোরলাইন ৫-২ করেন দাভিদ গার্সিয়া। এর পরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার ডিফেন্ডার তানো বোনিন। 

লা লিগায় জিনেদিন জিদানের অধীনে রিয়াল পেল টানা পঞ্চদশ জয়। এ মৌসুমের তিন ম্যাচে টানা তৃতীয় জয়ে তাদের পয়েন্ট হল ৯।