‘আগুয়েরোর অনুপস্থিতিতে ম্যান সিটি আরও কঠিন’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2016 10:20 PM BdST Updated: 09 Sep 2016 10:20 PM BdST
সের্হিও আগুয়েরো দলে না থাকায় অনেকের মতেই শক্তি কমে গেছে ম্যানচেস্টার সিটির। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়োর মতে, এটা পেপ গুয়ার্দিওলার দলকে আরও কঠিন করে তুলেছে।
শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
লিগের গত রাউন্ডে ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
লিগে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে সিটি। দলের এই সফল পথচলায় তিনটি গোল করেছেন আগুয়েরো। গত মৌসুমে দলের সেরা এই গোলদাতাকে ইউনাইটেডের বিপক্ষে না পাওয়া সিটির জন্য বড় ক্ষতিই বটে।
এক্ষেত্রে মরিনিয়োর ভাবনা ভিন্ন। আগুয়েরো না থাকায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, গুয়ার্দিওলার দল সম্পর্কে আগে থেকে কিছু বলা যাচ্ছে না।
“সে খেলবে না, কিন্তু তাদের দারুণ সব বিকল্প (খেলোয়াড়) আছে। এটা আরও কঠিন। যখন সের্হিও আগুয়েরো খেলে তখন আমরা তাদের ফরমেশন জানি।”
কিন্তু আগুয়েরো না থাকায় এখন কেলেহি লিহেনাচো, রাহিম স্টার্লিং ও দাভিদ সিলভাদের যে কেউ ‘ফলস নাইন’ হিসেবে খেলতে পারে। আর এটাই মরিনিয়োর ভাবনার মূল কারণ।
পর্তুগিজ এই কোচের অধীনে এবারের লিগে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ