‘মেসি-রোনালদো মানে ওঠার সম্ভাবনা আছে সানচেসের’

আগের দিন নিজেকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মানের দাবি করেছিলেন আলেক্সিস সানচেস। এবার তার ওই কথার পক্ষে সায় দিলেন আর্সেন ভেঙ্গার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2016, 11:26 AM
Updated : 9 Sept 2016, 11:27 AM

তবে আর্সেনাল কোচের মতে, সানেচেসের সম্ভাবনা থাকলেও মেসি-রোনালদোর কাতারে উঠে আসতে ধারাবাহিকভাবে সেটা তাকে প্রমাণ করতে হবে।

২০১৪ সালে আর্সেনালে যোগ দেওয়া চিলির এই ফরোয়ার্ড বৃহস্পতিবার নিজেকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে বলেন, “আমি (আমার মান) মেসি আর রোনালদোর মতো। আমারও তাদের মতো একই সামর্থ্য আছে।”

গত আট বছর ধরে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি ভাগাভাগি করে নিচ্ছেন বার্সেলোনার মেসি আর রিয়াল মাদ্রিদের রোনালদো।

আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে সানচেসের ওই কথা প্রসঙ্গে ভেঙ্গারকে প্রশ্ন করে সাংবাদিকেরা।

জবাবে এই ফরাসি কোচ বলেন, “রোনালদো ও মেসি অনেক বছর ধরে ধারাবাহিকভাবে এটা করে আসছে। তাদের পারফরম্যান্সই তাদের পক্ষে কথা বলে।”

“আমি আশা করি, আলেক্সিস তা করতে পারবে। সে উচ্চাকাঙ্ক্ষী, সে এমন এক জন যে সব ম্যাচ জিততে চায়। আর সেরা হওয়ার জন্যে এরকম উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো।”

“তার সে সম্ভাবনা ও যোগ্যতা আছে। সেটা তাকে শুধু দেখাতে হবে।"