গ্রিজমানকে মেসি-রোনালদোর পাশে দেখছেন সিমেওনে

অঁতোয়ান গ্রিজমান খুব শিগগিরই লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে বসবেন বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2016, 09:35 AM
Updated : 8 Sept 2016, 09:35 AM

অনেক বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি আর রিয়াল মাদ্রিদের রোনালদো। তবে অদূর ভবিষ্যতে এই লড়াইয়ে ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান ভালোভাবেই যোগ দেবেন বলে মনে করেন আতলেতিকো কোচ।

“গ্রিজমান জানে, সে অসাধারণ একটি ক্লাবে আছে, যেটা প্রতিদিন উন্নতি করছে এবং এই ক্লাবে একজন কোচ আছে, যে তাকে চায়।”

“মেসি, রোনালদোর পাশে বসতে এবং বিশ্ব সেরা হতে যাচ্ছে সে।”

গত মৌসুমে আতলেতিকোর হয়ে লা লিগায় ২২ গোল করেন গ্রিজমান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদোর রিয়ালের কাছে হেরে যায় তার দল। এর পর ২০১৬ ইউরোর ফাইনালে রোনালদোর পর্তুগালের কাছে হারে ফ্রান্স।

টানা দুটি ফাইনালে হারা গ্রিজমান ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রোনালদো আর গ্যারেথ বেলের সঙ্গে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। পুরস্কারটি শেষ পর্যন্ত জেতেন পর্তুগাল অধিনায়ক রোনালদো।

চলতি মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি আতলেতিকোর। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেয়েছে তারা। তবে সিমেওনে মনে করেন আতলেতিকো বড় শিরোপাগুলোর জন্য চ্যালেঞ্জ জানাতে পারে।