জিকোর পাশে নেইমার

কলম্বিয়ার বিপক্ষে দলের জয়সূচক গোল করে কিংবদন্তি জিকোর পাশে বসেছেন নেইমার। ‘সাদা পেলে’ হিসেবে পরিচিত সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে যৌথভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 08:53 AM
Updated : 7 Sept 2016, 10:47 AM

ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে হেডে ব্রাজিলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।

মারকিনিয়োসের আত্মঘাতী গোলে কলম্বিয়া সমতায় ফেরার পর ৭৪তম মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন নেইমার। ব্রাজিলের হয়ে ৭২টি ম্যাচ খেলে তার গোল হলো ৪৮টি।

নেইমারের সামনে এখন রোমারিও, রোনালদো আর পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ৭৭ গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার পেলে। ৬২ গোল নিয়ে তার পরেই আছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। আর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোমারিওর গোল ৫৫টি।