বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
ম্যাচের দ্বিতীয় গেমেই কোর্টে বাজেভাবে পড়ে গিয়ে গোড়ালির গাঁটে চোট পান সেভাস্তোভা। এর পর নিজের খেলাটা খেলতে না পারা লাটভিয়ার খেলোয়াড় ডেনমার্কের ওজনিয়াকির কাছে ৬-০, ৬-২ গেমে হারেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে নেমে যাওয়া ওজনিয়াকি এবারের ইউএস ওপেনে অবাছাই খেলোয়াড় হিসেবে খেলছেন। সেমি-ফাইনালে তিনি দ্বিতীয় বাছাই কেরবারের মুখোমুখি হবেন।
ইতালির রবের্তা ভিন্সিকে ৭-৫, ৬-০ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠেন কেরবার।