শেষ চারে জোকোভিচ

ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠতে বেশিক্ষণ কোর্টে কাটাতে হয়নি নোভাক জোকোভিচকে। হাঁটুর চোটের কারণে তৃতীয় সেট চলার সময় ফ্রান্সের জো-উইলফ্রেদ সোঙ্গা অবসর নিলে শেষ চারে উঠে যান বিশ্বের এক নম্বর তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 07:58 AM
Updated : 7 Sept 2016, 07:58 AM

নিউ ইয়র্কে গত মঙ্গলবার আহত অবসর নেওয়ার আগে ৬-৩, ৬-২ গেমে পিছিয়ে ছিলেন টুর্নামেন্টের নবম বাছাই সোঙ্গা।

এবারের ইউএস ওপেনে জোকোভিচ এখন পর্যন্ত পুরো ম্যাচ খেলেছেন মাত্র দুটি। সেমি-ফাইনালে ওঠার পথে পাঁচ ম্যাচের একটিতে ওয়াকওভার পান সার্বিয়ার এই তারকা, অন্য দুটি ম্যাচে প্রতিপক্ষ চোট পেয়ে অবসর নেয়। 

সেমি-ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবে ফ্রান্সের গায়েল মঁফিসের। কোয়ার্টার-ফাইনালে স্বদেশি লুকা পুইয়াকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারান তিনি।

শেষ ষোলোতে স্পেনের তারকা রাফায়েল নাদালকে হারিয়ে এবারের ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটন উপহার দিয়েছিলেন পুইয়া।