দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডি ভিলিয়ার্স, স্টেইন

চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ফিরেছেন পেসার ডেল স্টেইনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ পেসার আনডিলি ফিলুকওয়ায়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2016, 03:41 PM
Updated : 6 Sept 2016, 03:41 PM

কনুইয়ের চোটের জন্য নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে, অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে। সেই টুর্নামেন্টে বিশ্রামে ছিলেন স্টেইন।

চোটের জন্য দক্ষিণ আফ্রিকা দলে নেই পেসার মর্নে মর্কেল ও ব্যাটসম্যান রাইলি রুশো। ত্রিদেশীয় সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন রুশো। সিপিএলে খেলার সময় চোট পান মর্কেল।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভালো খেলে জাতীয় দলে ফিরেছেন ডেভিড মিলার। ১১০.৬৬ গড়ে ৩৩২ রান করেন ‘কিলার’ মিলার। ‘এ’ দলের ২৫.৭৭ গড়ে নয় উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী ফিলুকওয়ায়ো।

একই দিনে আয়ারল্যান্ড ম্যাচের জন্যও ১৩ সদস্যের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, আনডিলি ফিলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন।

আয়ারল্যান্ড ম্যাচের দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, ফাফ দু প্লেসি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, আনডিলি ফিলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।