কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক আলভেস

কলম্বিয়ার বিপক্ষে দানি আলভেস ব্রাজিল দলকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছেন দেশটির কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2016, 11:48 AM
Updated : 6 Sept 2016, 11:48 AM

মানাউসে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল পৌনে সাতটায়।

আগের দিনের সংবাদ সম্মেলনে দলের নেতৃত্ব পাওয়ার বিষয়টি জানান ইউভেন্তুসের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার আলভেস।

“দলের মধ্যে অনেক নেতা আছে এবং প্রত্যেকের নিজস্ব স্পিরিট আছে।”

ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জেতানোর পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন দেশটির তারকা ফরোয়ার্ড নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন মিরান্দা। তার জায়গায় নেতৃত্ব পাওয়া নিশ্চিত হওয়ার পর আলভেস জানান, তিতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জনকে অধিনায়ক করবেন। 

“আমি মনে করি না অধিনায়ক হওয়ার বড় কোনো গুরুত্ব আছে, যদিও বাহুবন্ধনী নিয়ে এই দলকে নেতৃত্ব দেওয়াটা দারুণ এক সম্মান। আমি বিশ্বাস করি, দলটির সবার কাছ থেকেই একটু নেতৃত্ব প্রয়োজন এবং নিশ্চিতভাবেই আমাদের তা আছে।”