মুলারের জোড়া গোলে জার্মানির সহজ জয়

রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে শুভসূচনা করেছে জার্মানি। টমাস মুলারের জোড়া গোলে নরওয়েকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 08:47 PM
Updated : 4 Sept 2016, 08:47 PM

নরওয়ের অসলোয় রোববার রাতে প্রতিপক্ষের মাঠে পঞ্চদশ মিনিটে মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। ছয় গজ বক্সের বাইরে থেকে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের নেওয়া জোরালো শটে গোলরক্ষক হাত লাগালেও বল ঠিকই ঠিকানা খুঁজে পায়।

দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো; তবে এ যাত্রায় কিমিচের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। বিরতির ঠিক আগে এই মিডফিল্ডারকে আর ঠেকাতে পারেননি ইয়াস্তেইন। মুলারের ছোট পাস ধরে ছয় গজ বক্সের ডান দিক থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান কিমিচ।

৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন মুলার। দারুণ গোছানো এক আক্রমণে ডান দিক থেকে সামি খেদিরার ক্রসে হেড করে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

নর্দার্ন আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের মধ্যে ‘সি’ গ্রুপের আরেক ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

গ্রুপের অন্য ম্যাচে স্যান ম্যারিনোকে ১-০ গোলে হারিয়েছে আজারবাইজান।