মাইলফলক জয়ে শেষ ষোলোতে সেরেনা

সুইডেনের ইয়োহানা লারসনকে হারিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠেছেন সেরেনা উইলিয়ামস। এই জয়ে মার্তিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি ম্যাচ জেতা নারী হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 09:39 AM
Updated : 4 Sept 2016, 03:57 PM

নিউ ইয়র্কে গত শনিবার লারসনকে ৬-২, ৬-১ গেমে হারান ৩৪ বছর বয়সী সেরেনা।

দ্বিতীয় রাউন্ডের জয়ে মার্তিনা নাভ্রাতিলোভাকে ছুঁয়ে ফেলেছিলেন সেরেনা। আর তৃতীয় রাউন্ডে ৩০৭তম জয় তুলে নিয়ে মেয়েদের টেনিসে উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি একার করে নেন তিনি।

আগামী সোমবার শেষ ষোলোর বাধা পেরোতে পারলে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে পেছনে ফেলে নারী ও পুরুষ মিলিয়ে উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডটিও এককভাবে নিজের করে নেবেন সেরেনা।

অসাধারণ এই কীর্তি গড়তে পেরে দারুণ খুশি সেরেনা।

“আসলেই এটা খুব ভালো অনুভূতি। পুরুষ আর নারীদের মধ্যে শীর্ষে থাকতে পারাটা খুব বিরল।”

নিউ ইয়র্কের এই ফ্লাশিং মিডোসেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন সেরেনা। ১৭ বছর পর এখানে আবার চ্যাম্পিয়ন হলে আরও দুটি অনন্য মাইলফলকে পৌঁছাবেন তিনি।

স্বদেশি ক্রিস এভার্টকে ছাড়িয়ে সর্বোচ্চ সাতবার ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়তে পারলে সেরেনার ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হবে ২৩টি। জার্মানির সাবেক তারকা স্টেফি গ্রাফকে ছাড়িয়ে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী খেলোয়াড় হয়ে যাবেন তিনি। ২৪টি শিরোপা নিয়ে সর্বকালের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট।

সবকিছু মিলিয়ে সেরেনা বেশ রোমাঞ্চিত।

“প্রত্যেকটি সংখ্যাতেই আমি নিশ্চিতভাবে গর্বিত। ৩০৭টি জয় নিয়ে সত্যি আমি রোমাঞ্চিত ছিলাম।”