দাবা অলিম্পিয়াডে শক্তিশালী নরওয়ের কাছে বাংলাদেশের হার

দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে শক্তিশালী নরওয়ের কাছে দ্বিতীয় রাউন্ডে হেরেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 07:48 PM
Updated : 3 Sept 2016, 07:48 PM

আজারবাইজানের বাকুতে স্যান ম্যারিনোকে হারিয়ে প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ।

শনিবার দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে আড়াই-দেড় পয়েন্টে হারে বাংলাদেশ। চার দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব নরওয়ের গ্র্যান্ডমাস্টার ইয়োন লুদভিগ হামারের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ গ্র্যান্ডমাস্টার ফ্রোদে উরকেদালকে হারান।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমানের শীর্ষ রেটিংধারী খেলোয়াড় গ্রান্ডমাস্টার মাগনাস কার্লসেনের কাছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির কাছে।

মেয়েদের বিভাগে প্রথম রাউন্ডে সুদানকে হারানো বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামের কাছে ৩-১ পয়েন্টে হারে।

মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন হারিয়েছেন ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার হোয়াং থাই বোয়া ত্রামকে।

হেরেছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ।

তৃতীয় রাউন্ডে ছেলেরা জর্ডান আর মেয়েরা উরুগুয়ের বিপক্ষে খেলবে।