‘অকল্পনীয়’ আনন্দ মেয়েদের

টানা চার জয়ে এক ম্যাচ হাতে রেখে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক কৃষ্ণা রানী সরকারও জানালেন, অকল্পনীয় আনন্দ অনুভব করছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 05:00 PM
Updated : 3 Sept 2016, 05:00 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শুরুতে পিছিয়ে পড়ার পর চাইনিজ তাইপেকে ৪-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। এ জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২০১৭ সালে চীনের মূল পর্বে উঠেছে কৃষ্ণারা।

মূল পর্ব নিশ্চিত করার আনন্দে মালদ্বীপে ৫-০ গোলে হেরে আসা জাতীয় দলকে খোঁচাও দিয়েছেন অধিনায়ক কৃষ্ণা, “মালেতে ছেলেরা খারাপ খেলেছে। ছেলেরা এত সুবিধা পায়, তারপরও পাঁচ গোল খাচ্ছে (হাসি)। আমরা জিতে অকল্পনীয় পর্যায়ে গেছি। আসলে কল্পনাই করতে পারছি না, কোথায় গেছি।”

ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু। এরপর সিঙ্গাপুরকে ৫-০ ও কিরগিজস্তানকে ১০-০ গোলে হারানোর পর, তাইপের বিপক্ষে দাপুটে জয়ে মূল পর্বে ওঠার তৃপ্তি কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে।

“গতবার আমরা তাইপে ও ইরানের পরে ছিলাম। এখন আমরা সেরা। মেয়েদেরকে ধন্যবাদ। (এ সাফল্যে) কৃষ্ণার অবদান বেশি।”

“ম্যাচ নিয়ে আমার সংশয় ছিল। মাঠে নামার আগে মেয়েদের বলেছিলাম, ৯০ মিনিট লড়াই করতে হবে। ম্যাচ হাতছাড়া করা যাবে না। কেউ ম্যাচ ছাড়েনি। আমরা লড়াই করে জিতেছি।”

চাইনিজ তাইপের বিপক্ষের জয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের সাবেক সভাপতি প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চুকে উৎসর্গ করেন ছোটন।

প্রতিপক্ষ কোচ চ্যাং লি চুং অবশ্য ক্ষোভ ঝেড়েছেন রেফারির ওপর।

“বাজে রেফারিং হয়েছে। কিন্তু খেলা শেষ, এখন আর এগুলো বলে কি হবে।”