দিবালার সামনে মেসির লাল কার্ডের উদাহরণ

উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড পাওয়া পাওলো দিবালাকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করছেন তার আর্জেন্টিনা সতীর্থ হাভিয়ের মাসচেরানো। উদাহারণ হিসেবে তিনি সামনে এনেছেন জাতীয় দলে অভিষেক ম্যাচে লিওনেল মেসির বহিষ্কৃত হওয়াকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 09:49 AM
Updated : 3 Sept 2016, 09:49 AM

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনার শুরুর একাদশে খেলতে নামেন দিবালা। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় গত শুক্রবার ভোরে মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা ম্যাচটি জিতলেও দুই হলুদ কার্ড দেখে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন ইউভেন্তুসের ফরোয়ার্ড দিবালা।

২০০৫ সালে ১৮ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে।

দিবালাকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করতে মেসির এই ঘটনাকে কাজে লাগানোর চেষ্টা করেন বলে জানান মাসচেরানো।

“আমি তাকে বলেছি, মেসি যখন জাতীয় দলে শুরু করেছিল, তখনও একই ঘটনা ঘটেছিল। আর দেখ, এর পর কী হয়েছে।”