মালদ্বীপে বাংলাদেশের ভরাডুবি অনুপ্রেরণা ভুটানের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2016 07:25 PM BdST Updated: 02 Sep 2016 07:46 PM BdST
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচ খেলতে ঢাকা নেমে নিবিড় অনুশীলন শুরু করে দিয়েছে ভুটান। প্রস্তুতির ফাঁকে দলটি খোঁজ রেখেছে মালদ্বীপে বাংলাদেশের খেলতে যাওয়া প্রীতি ম্যাচের দিকেও। টম সেইন্টফিটের দলের ভরাডুবির প্রসঙ্গ টেনে ভুটান কোচ সাংবাদিকদের জানালেন, মালের ওই ম্যাচটি থেকে অনুপ্রেরণা নিচ্ছে তার দল।
আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্লে-অফের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। এ ম্যাচকে সামনে রেখে গত বৃহস্পতিবার মালেতে প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ।
ক’দিন আগে ভুটানে এএফসি কাপের বাছাই পার হওয়ার প্লে-অফ খেলতে গিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ঘরোয়া লিগের গতবারের রানার্সআপদের অভিজ্ঞতাও সুখের হয়নি। চাইনিজ তাইপের তুতাংয়ের সঙ্গে ড্রয়ের পর ভুটানের তেরতোন্সের কাছে হেরে বাছাই পর্ব পার হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে যায় দলটির। শেখ রাসেলের ব্যর্থতাও বাংলাদেশের মাঠে ভালো কিছু পাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানান ভুটান কোচ পেমা দর্জি।
শুক্রবার অনুশীলনের ফাঁকে ভুটান কোচ সাংবাদিকদের বলেন, “মালদ্বীপে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এটি আমাদের ভালো কাজে লাগবে। আমরা আরও উজ্জীবিত হয়ে খেলতে পারব।”
“এছাড়া শেখ রাসেল আমাদের ওখানে গিয়ে হেরেছে। সব মিলিয়ে আমার বিশ্বাস, এখানে আমরা খারাপ করব না। কিছু একটা করতেই বাংলাদেশে এসেছি।”
১০ অক্টোবর ভুটানের মাঠে ফিরতি লেগের ম্যাচ। থিম্পুর ম্যাচের আগে বঙ্গবন্ধু থেকে জয় নিয়ে ফেরার লক্ষ্যটাও সাংবাদিকদের জানালেন এই কোচ, “এখানে ড্র হলে ভালো। কিংবা ১-০ গোলের জয় পেলে ভালো লাগবে। এখান থেকে শূন্য হাতে ফিরতে চাই না।”
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’