কলম্বিয়ার জয়ে হামেসের গোল

কার্লোস বাক্কা আর হামেস রদ্রিগেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তাদের দল কলম্বিয়া। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 08:40 AM
Updated : 2 Sept 2016, 08:40 AM

নিজেদের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে কলম্বিয়াকে জেতাতে গোল দুটি করেন দুই মিডফিল্ডার হামেস ও মাকনেল্লি তরেস। 

শুরু থেকেই ম্যাচে আধিপত্য করে গেলেও গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় কলম্বিয়াকে। বক্সের মধ্যে বল পেয়ে খানিকটা এগিয়ে গিয়ে জোরালো শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হামেস। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান বাক্কা। বক্সের মধ্যে তাকে ভেনেজুয়েলার ডিফেন্ডার উইলকের আনহেল ফাউল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। কিন্তু বাক্কার নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন গোলরক্ষক। 

তবে হামেসের পাস থেকে ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। যোগ করা সময়ে হামেসের নেওয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল কলম্বিয়া। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। সমান পয়েন্ট উরুগুয়ে আর একুয়েডরেরও। গোল ব্যবধানে এগিয়ে থেকে উরুগুয়ে আছে দ্বিতীয় স্থানে। এর পর যথাক্রমে কলম্বিয়া ও একুয়েডর। 
৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে উরুগুয়েকে একমাত্র গোলে হারানো আর্জেন্টিনা।
একুয়েডরকে ৩-০ গোলে হারানো ব্রাজিল ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
ব্রাজিলের মাঠে কলম্বিয়া তাদের পরের ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর পৌনে সাতটায়।