ভেনেজুয়েলার বিপক্ষে অনিশ্চিত মেসি

ব্যথা নিয়ে খেলেও উরুগুয়ের বিপক্ষে জয়ের নায়ক লিওনেল মেসিকে ভেনেজুয়েলা ম্যাচে নাও পেতে পারে আর্জেন্টিনা। কুঁচকির চোটে ভুগছেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 06:50 AM
Updated : 2 Sept 2016, 12:28 PM

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা বলেন, “ব্যথা থাকার পরও মেসি দারুণ একটি ম্যাচ খেলেছে। সে কুঁচকির চোটে ভুগছে। যাদের এমন হয়েছে তারা জানে এটা কতটা যন্ত্রণাদায়ক। মেসি ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।”

“পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা বুঝতে পারবো তার অবস্থা কেমন। তবে তাকে নিয়ে আমরা ঝুঁকি নেব না।”

উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না ইউভেন্তুসের ফরোয়ার্ড পাওলো দিবালাও। চোটের কারণে সের্হিও আগুয়েরো আর হাভিয়ের পাস্তোরে আগেই ছিটকে পড়েছেন। তবে মেসি ঠিক থাকলে কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাউসা।

“তার (দিবালা) জায়গা নেওয়ার জন্য আমাদের দুই বা তিন জন বিকল্প আছে। তবে মেসি ঠিক থাকলে চিত্রটা পাল্টানোর প্রয়োজন নেই আমাদের।”।