চেলসিতে ফিরলেন ব্রাজিলের দাভিদ লুইস

আবার চেলসিতে ফিরেছেন দাভিদ লুইস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ব্রাজিলের এই ডিফেন্ডারের চুক্তিটি তিন বছরের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 09:19 AM
Updated : 1 Sept 2016, 09:19 AM

এই গ্রীষ্মের দলবদলের শেষ দিন গত বৃহস্পতিবার পিএসজি থেকে লুইসকে দলে নিতে চেলসি প্রায় ৩ কোটি ৪০ লাখ পাউন্ডের মতো খরচ করেছে বলে জানায় সংবাদমাধ্যম।

২০১১ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে ২ কোটি ১৩ লাখ পাউন্ডে লুইসকে নিয়েছিল চেলসি। ২০১৪ সালে পিএসজিতে নাম লেখানোর আগে চেলসির হয়ে ১৪৩টি ম্যাচ খেলেন তিনি।

ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলা লুইস ২০১২ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর এফএ কাপ জেতেন, পরের বছর জেতেন ইউরোপা লিগ।

চেলসির ওয়েবসাইটে লুইস বলেন, “চেলসিতে ফিরে আমি আনন্দিত। ক্লাবটিতে আমার প্রথম সময়ে আমাদের দারুণ গল্প ছিল। দল আর আন্তোনিও কোন্তেকে অনেক সাফল্য অর্জন করতে সাহায্য করতে চাই।”