উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত মেসি

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলার জন্য অধিনায়ক লিওনেল মেসি ‘ফিট’ আর তৈরি আছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 08:31 AM
Updated : 1 Sept 2016, 08:32 AM

লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচ শেষে অস্বস্তি অনুভব করেন মেসি। পরের দিন কাতালান ক্লাবটি তার মেডিক্যাল পরীক্ষা করানোর পর বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এর পরও তারকা এই ফরোয়ার্ডকে জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার অনুমতি দেয় বার্সেলোনা।

নিজেদের মাঠে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী ৭ সেপ্টেম্বর পরের ম্যাচটি ভেনেজুয়েলার মাঠে খেলবে বাউসার দল।

বাউসা এক সংবাদ সম্মেলনে বলেন, “মেসি ভালো আছে। তাই আমি কোনো সমস্যা দেখি না। কঠিন একটি ম্যাচ হবে এটা এবং তাকে লাগবে।”

“দলের উপর অবশ্যই আমার আস্থা আছে। আমি মনে করি, আমরা ভালো একটি ম্যাচ খেলতে পারি এবং জিততে পারি।”

তবে পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি ন্যূনতম অস্বস্তি অনুভব করলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না বলে জানান বাউসা।