রাশিয়া বিশ্বকাপের পর অবসরের ঘোষণা রুনির

ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা ওয়েইন রুনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 01:13 PM
Updated : 30 August 2016, 01:15 PM

সম্প্রতি ইংল্যান্ডের নতুন কোচ স্যাম অ্যালারডাইস রুনির কাঁধেই নেতৃত্বভার বহাল রাখার ঘোষণা দেন। এরপর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দিলেন ৩০ বছর বয়সী এই তারকা।

“(রাশিয়া বিশ্বকাপ) এটাই সঠিক সময় হবে আন্তর্জাতিক ফুটবলকে আমার বিদায় জানানোর। আমি এটা মনস্থির করে ফেলেছি।”

আগামী রোববার স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই ম্যাচে খেললে ইংল্যান্ডের হয়ে ‘আউটফিল্ড’ ফুটবলার (গোলরক্ষক ছাড়া দলের অন্য সদস্য) হিসেবে ডেভিড বেকহ্যামের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভাঙবেন রুনি।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হলেন সাবেক গোলরক্ষক পিটার শিলটন, ১২৫টি। রুনি ও বেকহ্যাম খেলেছেন ১১৫টি করে।

দেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ গোল করা রুনি রাশিয়া বিশ্বকাপে দারুণ কিছু করে ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে রাখার লক্ষ্যের কথাও জানান।

“ইংল্যান্ডের হয়ে কোনো কিছু করতে রাশিয়া (বিশ্বকাপ) আমার শেষ সুযোগ। তাই এই দুই বছর আমি উপভোগের চেষ্টা করব এবং আশা করি, ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারটা উঁচুতে রেখে শেষ করতে পারব।”

বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে ইংল্যান্ডের অন্য প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া ও মাল্টা।