আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন আগুয়েরো

চোটের কারণে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 03:37 PM
Updated : 29 August 2016, 03:37 PM

ইপিএলের তৃতীয় রাউন্ডে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে পায়ের পিছনের মাংশপেশিতে ব্যথা পান ম্যানচেস্টার সিটির তারকা আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের ৮৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ পেপ গুয়ার্দিওলা।

এই চোটের বিষয় উল্লেখ করে সোমবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগুয়েরোকে দল থেকে সরিয়ে নেওয়ার কথা জানায়।

আগামী ২ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলবে আর্জেন্টিনা। পরে আগামী ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৩। দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের পয়েন্টও ১‌৩। চিলি ও কলম্বিয়ার পয়েন্ট সমান ১০, তবে গোল ব্যবধানে এগিয়ে চিলি।

ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।