১০ মিটার এয়ার রাইফেলে সেরা মমতাহিনা

জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা। এই ইভেন্টের জুনিয়র পর্যায়ে সেরা হয়েছেন একই দলের মাহফুজা জান্নাত জুঁই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 02:31 PM
Updated : 27 August 2016, 02:31 PM

গুলশান শুটিং রেঞ্জে শনিবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২০৩ স্কোর গড়ে প্রথম হন মমতাহিনা। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন আক্তার (২০২.২) দ্বিতীয় ও সুরাইয়া আক্তার তৃতীয় হয়েছেন।

জাতীয় পর্যায়ে নতুন রেকর্ড গড়ে জুনিয়র মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হয়েছেন জুঁই; ২০৪ দশমিক ৫ স্কোর গড়েন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের এই শুটার। নৌবাহিনী শুটিং ক্লাবের শারমিন আক্তার (২০৩.৯) দ্বিতীয় ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা তৃতীয় হয়েছেন।

২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ছেলেদের বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শেখ সাহাদৎ হোসেন (৫২৬ স্কোর) প্রথম হয়েছেন। এই ইভেন্টের জুনিয়র পর্যায়ে সেরা হযেছেন একই প্রতিষ্ঠানের মো. সাব্বির আলামিন (৫১৪)।

পুরুষ ৫০ মিটার রাইফেল প্রোনে কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন ৫৯৩ স্কোর নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রথম হয়েছেন। জুনিয়র পর্যায়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মো. সাহিন আলম (৫৭১)।