হকির কোচ নিয়ে কুর্টসের সঙ্গে আলোচনা

জার্মান কোচ অলিভার কুর্টসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুই পক্ষের আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি শফিউল্লাহ মুনির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 12:39 PM
Updated : 27 August 2016, 12:39 PM

ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে শনিবার রাতে কুর্টস বাংলাদেশে আসবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ‍মুনির।

“আলোচনার জন্য তিনি আজ আসছেন। পরিকল্পনার বিভিন্ন দিক তিনি আমাদের সামনে তুলে ধরবেন। আমরাও আমাদের পরিকল্পনা, লক্ষ্য জানাব। সব বিষয় দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে সব কিছুই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।”

২০১০ সালে জার্মানির গেরহার্ড পিটার বাংলাদেশের কোচ থাকার সময় কুর্টস তার সহকারীর দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে সোনা জয়ী জার্মান দলের সদস্য কুর্টস সব শেষ দায়িত্ব পালন করেন ওমান দলের। কিন্তু প্রত্যাশিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় গত বছর ওমান তাকে ছাঁটাই করে দেয়।