একচল্লিশে অবসরে যেতে চান রোনালদো

ক্যারিয়ারের বাকি সময়টা রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছা নতুন করে আবারও জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই সঙ্গে অবসর ভাবনা যে এখন তার মাথাতেই নেই তাও পরিষ্কার করে দিলেন। ৪১ বছর বয়সে সান্তিয়াগো বের্নাবেউ থেকেই ফুটবল ছাড়ার ইচ্ছা এই পর্তুগিজ ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 11:08 AM
Updated : 26 August 2016, 11:08 AM

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জেতার পর দ্বিতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন রোনালদো।

ক্লাব সতীর্থ ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল ও আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে হারিয়ে এই পুরস্কার জেতেন রোনালদো।

“আমি বিশ্বের সেরা ক্লাবে আছি এবং আমি এখানে থেকেই অবসর নিতে চাই, ৪১ বছর বয়সে।”

“আমি রিয়াল মাদ্রিদে অবসর নিতে চাই কারণ এটা বিশ্বের সেরা ক্লাব। আমার লক্ষ্য আমার (বর্তমান) চুক্তি বাড়ানো এবং ক্লাবটিতে থেকে যাওয়া, যে ক্লাবকে আমি ভালোবাসি।”

“এই পর্যায়ে আমি খেলে যেতে চাই এবং তা অর্জনে আমি কঠোর পরিশ্রম করব, প্রতিবছরই আমি যেমনটা করি। আশা করি, আমি আরও শিরোপা জিততে পারব। ইউরোপিয়ান কাপ ও ইউরো জিতে আমি গর্বিত, উভয় সময়ই আমি কেঁদেছি। সবসময় আমি পর্তুগালের হয়ে কিছু জিততে চেয়েছিলাম এবং এখন সেটা আমি করেছি।”

৩১ বছর বয়সী রোনালদোর সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি ২০১৮ সাল পর্যন্ত।