বাংলাদেশে সাফ ফুটবল ২০১৭ সালের ডিসেম্বরে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বাংলাদেশে হওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের কংগ্রেস সভার পর জানানো হলো, টুর্নামেন্টটি শুরু হবে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 04:42 PM
Updated : 25 August 2016, 04:42 PM

এ নিয়ে তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল বাংলাদেশ।

প্রথমবার সাফের আয়োজন করে মালদ্বীপকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর ২০০৯ সালে সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল মামুনুলরা।

বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৭ সালের ২৫ ডিসেম্বর শুরু হয়ে ২০১৮ সালের ৫ জানুয়ারি শেষ হবে উপমহাদেশের মর্যাদার এই ফুটবল আসর।