চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি

প্রথম লেগের দাপুটে জয়ে লক্ষ্য পূরণের কাজটা অনেকটাই সেরে রেখেছিল ম্যানচেস্টার সিটি। স্তুয়া বুখারেস্তকে দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ মৌসুমের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 04:39 AM
Updated : 25 August 2016, 04:39 AM

সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে স্তুয়া বুখারেস্তের মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছিল সিটি। গত বুধবারের জয়ে প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর জয়সূচক একমাত্র গোলটি সিটি দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পায়। ৫৬তম মিনিটে হেসুস নাভাসের ক্রসে হেড করে বুখারেস্তের গোলরক্ষককে পরাস্ত করেন ফ্যাবিয়ান ডেলফ।

বুধবার রাতে ইতিহাদের ম্যাচটির কেন্দ্রে ছিলেন সিটি গোলরক্ষক জো হার্ট। ইউরোপের গণমাধ্যমে আসা খবর, সিটির হয়ে জো হার্টের এটাই শেষ ম্যাচ। শোনা যাচ্ছে, গুয়ার্দিওলা তার সাবেক ক্লাব বার্সেলোনার চিলিয়ান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে দলে টানতে চাইছেন।