নেইমারকে ছাড় দিল বার্সা

ব্রাজিলের হয়ে অলিম্পিক সোনা জেতা নেইমারকে এখনই বার্সেলোনা ফিরতে হচ্ছে না। আরও বেশ কিছু দিন ব্রাজিলে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলার পর কাম্প নউতে ফিরবেন তিনি। বার্সেলোনা কোচ লুইস এনরিকের কাছ থেকে এ বিষয়ে অনুমতি পেয়েছেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 11:21 AM
Updated : 23 August 2016, 11:21 AM

লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তাই খেলা হচ্ছে না নেইমারের।

আগামী ১ সেপ্টেম্বর একুয়েডর ও তার পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচের জন্য আবার ব্রাজিলে ফিরতে হতোই নেইমারকে। ব্রাজিল থেকে যাওয়ার অনুমতি পাওয়ায় অলিম্পিকের পর বাড়তি কয়টা দিন তাই জাতীয় দলের সঙ্গেই থাকতে পারছেন তিনি।

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের হয়ে খেলা রাফিনিয়া আগামী বুধবার কাম্প নউতে ফিরবেন। নতুন কোচ তিতের ব্রাজিল দলে ডাক পাননি এই মিডফিল্ডার।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ।

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনা তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে আগামী রোববার। নিজেদের মাঠে গত শনিবার রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে কাতালান ক্লাবটি।