রেসলিংয়ের শেষ দিনে যুক্তরাষ্ট্র, রাশিয়ার সোনা

রিও অলিম্পিকের শেষ দিনে রেসলিং থেকে সোনা পেয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 06:41 AM
Updated : 22 August 2016, 12:06 PM

৯৭ কেজিতে সেরা কাইল স্নাইডার

আজারবাইজানের খেতাগ গাজিউমভকে হারিয়ে ফ্রিস্টাইল রেসলিংয়ের ৯৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কাইলি স্নাইডার।

গত বছরে মাত্র ১৯ বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্নাইডারই রিওতে সোনা জেতায় ফেভারিট ছিলেন।

এবার রুপা জেতা ৩৩ বছর বয়সী গাজিউমভ গত অলিম্পিকে পেয়েছিরেন ব্রোঞ্জ।

রিওতে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন রোমানিয়ার আলবের্ত সারিতভ ও উজবেকিস্তানের মাগোমেদ ইব্রাগিমভ।

লন্ডনের চ্যাম্পিয়নকে হারালেন রামোনভ

লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন আজারবাইজানের তোঘরুল আসগারভকে হারিয়ে ফ্রিস্টাইল রেসলিংয়ের ছেলেদের ৬৫ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন রাশিয়ার সোসলান রামোনভ।

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ২৫ বছর বয়সী রামোনভ ফাইনালে আসগারভকে হারাতে সময় নেন মাত্র দুই মিনিট পাঁচ সেকেন্ড।

উজবেকিস্তানের ইখতিয়র নাভরুজভ ও ইতালির ফ্রাংক চামিসো মার্কেস ব্রোঞ্জ জিতেছেন।