লন্ডনের বদলা নিয়ে চ্যাম্পিয়ন শুর্টার

লন্ডন অলিম্পিকে চেক রিপাবলিকের ইয়ারোস্লাভ কুলহাভির সঙ্গে লড়াই করে রুপা জিতেছিলেন সুইজারল্যান্ডের নিনো শুর্টার। রিওতে এবার কুলহাভিকেই পেছনে ফেলে সোনা জিতে বদলা নিলেন পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 04:05 AM
Updated : 22 August 2016, 04:05 AM
রিও গেমসের ষষ্ঠদশ দিনে মাউন্টেইন বাইকে ছেলেদের ক্রস কান্ট্রিতে সেরা হতে শুর্টারের সময় লাগে ১ ঘণ্টা ৩৩ মিনিট ২৮ সেকেন্ড। কুলহাভির লাগে ৫০ সেকেন্ড বেশি।

ব্রোঞ্জ জেতেন স্পেনের কার্লোস কলোমা নিকোলাস।

আগের দিন বৃষ্টি হওয়ায় ৪.৮ কিলোমিটারের কোর্সে সাইকেল চালানো কঠিন হয়ে পড়েছিল। তবে উঁচু-নীচু পথে সাত চক্কর দিয়ে যখন সবার আগে শেষ করেন শুর্টার, তখন কুলহাভি বেশ পেছনে।

বেইজিংয়ে ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন শুর্টার। অলিম্পিকের পদকের সেট তাই পূর্ণ হলো তার।