তায়কোয়ান্দোতে হেভিওয়েটে চ্যাম্পিয়ন রাদিক

নাইজারের ইসুফু আলফাগাকে হারিয়ে ছেলেদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৮০+ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন আজারবাইজানের রাদিক ইসায়েভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 03:21 PM
Updated : 23 August 2016, 06:49 AM

উজবেকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন দিমিত্রি শোকিনকে হারিয়ে ফাইনালে ওঠা আলফাগা সোনার লড়াইয়ে ৬-২ পয়েন্টে হেরেছেন। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার ডোং-মিন চা ও স্বাগতিক ব্রাজিলের মাইকন সিকেইরা।

তায়কোয়ান্দোতে এশিয়ার আধিপত্যের মধ্যে রিওতে ২১ বছর বয়সী আলফাগার জেতা রুপা আফ্রিকা মহাদেশের পঞ্চম পদক প্রাপ্তি। ২০০০ সালে তায়কোয়ান্দো অলিম্পিক অন্তর্ভুক্ত হওয়ার পর এই আসরের আগে আফ্রিকা মহাদেশের অ্যাথলেটরা মাত্র তিনটি পদক জিতেছিলেন, সেখানে রিওতে তারা জিতলেন পাঁচটি।

মেয়েদের ৬৭+ কেজির সোনা চীনের ঝেংয়ের

মেয়েদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৬৭+ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন চীনের ঝেং শুইন। মেক্সিকোর মারিয়া এসপিনোসাকে ৫-১ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে ঝাও সুইয়ের হাত ধরে চীন ছেলের ৫৮ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছিল।

যুক্তরাজ্যের বিয়ানকা ওয়াকডেন ও যুক্তরাষ্ট্রের জ্যাকি গ্যালোওয়ে রুপা পেয়েছেন।