জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ।
উজবেকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন দিমিত্রি শোকিনকে হারিয়ে ফাইনালে ওঠা আলফাগা সোনার লড়াইয়ে ৬-২ পয়েন্টে হেরেছেন। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার ডোং-মিন চা ও স্বাগতিক ব্রাজিলের মাইকন সিকেইরা।
মেয়েদের ৬৭+ কেজির সোনা চীনের ঝেংয়ের
মেয়েদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৬৭+ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন চীনের ঝেং শুইন। মেক্সিকোর মারিয়া এসপিনোসাকে ৫-১ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছেন তিনি।
যুক্তরাজ্যের বিয়ানকা ওয়াকডেন ও যুক্তরাষ্ট্রের জ্যাকি গ্যালোওয়ে রুপা পেয়েছেন।