বক্সিং শিরোপা ধরে রাখলেন অ্যাডামস

মেয়েদের ফ্লাইওয়েট বক্সিংয়ের শিরোপা ধরে রেখেছেন যুক্তরাজ্যের নিকোলা অ্যাডামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 02:35 PM
Updated : 22 August 2016, 02:47 PM

ফ্রান্সের সারাহ উরামুনকে হারিয়ে যুক্তরাজ্যকে রিওতে বক্সিংয়ের প্রথম সোনা এনে দিয়েছেন লন্ডন অলিম্পিকেও সোনা জেতা ৩৩ বছর বয়সী অ্যাডামস।

১৯২০ ও ১৯২৪ সালের অলিম্পিকে ছেলেদের মিডলওয়েট বক্সিংয়ের সোনা জিতেছিলেন হ্যারি ম্যালিন। ৯২ বছর পর যুক্তরাজ্যের প্রথম বক্সার হিসেবে টানা দুই অলিম্পিকে সোনা জিতলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসের সেরা হওয়া অ্যাডামস।

মেয়েদের ৫১ কেজি ওজনশ্রেণির এই ইভেন্টে চীনের রেন কানকান ও কলম্বিয়ার ইনগ্রিদ ভালেন্সিয়া পেয়েছেন ব্রোঞ্জ।

৫৬ কেজিতে সোনা কিউবার রামিরেসের

যুক্তরাষ্ট্রের শাকুর স্টিভেনসনকে হারিয়ে ছেলেদের ব্যান্টমওয়েট বক্সিংয়ের সোনা জিতেছেন কিউবার রোবেইসি রামিরেস।

অলিম্পিকে দ্বিতীয় সোনা জিতলেন ২২ বছর বয়সী রামিরেস; ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ফ্লাইওয়েটে সেরা হয়েছিলেন তিনি।

বক্সিংয়ে যুক্তরাষ্ট্রের সোনার খরা আরও বাড়ল। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে বক্সিং থেকে শেষ সোনাটি জিতেছিল তারা।

ছেলেদের ৫৬ কেজি ওজনশ্রেণির এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন উজবেকিস্তানের মুরোজোন আখমাদালিয়েভ ও রাশিয়ার ভ্লাদিমির নিকিতিন।

কিউবাকে বক্সিংয়ের তৃতীয় সোনা এনে দিলেন লোপেস

ছেলেদের মিডলওয়েট বক্সিংয়ে উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভকে হারিয়ে আরলেন লোপেস কিউবাকে রিও অলিম্পিকের বক্সিং থেকে তৃতীয় সোনা এনে দিয়েছেন।

গত বছর কাতারের দোহাতে হওয়া ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইয়েও বেকতেমিরকে হারিয়েছিলেন ২৩ বছর বয়সী লোপেস।

আজারবাইজানের কামরান শাখসুভারলি ও মেক্সিকোর মিসায়েল রদ্রিগেস জিতেছেন ছেলেদের ৭৫ কেজি ওজনশ্রেণির এই ইভেন্টের ব্রোঞ্জ।