ক্যানু স্প্রিন্টের শেষ দিনে জার্মানির জোড়া সাফল্য

রিও দে জেনেইরো অলিম্পিকে ক্যানু স্প্রিন্টের শেষ দিনে চারটি ইভেন্টের দুটিতেই সোনা জিতেছে জার্মানি। এই ক্রীড়ায় সর্বোচ্চ ৪টি সোনা নিয়ে পদক তালিকায় সবার উপরে উঠেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 10:43 AM
Updated : 21 August 2016, 11:07 AM

অলিম্পিকে দুই ধরনের জলাশয়ে দুই ধরনের নৌকা ক্যানু ও কায়াক ব্যবহৃত হয়। ক্যানুর বৈঠার এক পাশটা চ্যাপ্টা। কায়াকের বৈঠার দুই প্রান্তই চ্যাপ্টা।

ক্যানু স্প্রিন্টে স্থির পানিতে ক্যানু আর কায়াক চালানোর ইভেন্ট পুরুষ ও নারী মিলিয়ে মোট ১২টি।

আর ক্যানু স্ল্যালমে কৃত্রিমভাবে তৈরি ঝঞ্ঝাক্ষুব্ধ জলাশয়ে নির্দিষ্ট কিছু গেটের ভেতর দিয়ে ক্যানু ও কায়াক চালিয়ে কোর্স শেষ করতে হয়। রিও অলিম্পিকে ক্ল্যানু স্ল্যালমের ইভেন্ট চারটি। ক্যানু একক ও ডাবল দুটোই কেবল পুরুষদের জন্য। আর কায়াকের দুটি একক ইভেন্টের একটি ছেলেদের আরেকটি মেয়েদের।

ক্যানু ডাবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ব্রেন্ডেল-ভান্ড্রে

শুরুতে পিছিয়ে পড়লেও শেষ দিকে তুমুল গতিতে পুরুষ ক্যানু ডাবল ১ হাজার মিটারে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানির জেবাস্টিয়ান ব্রেন্ডেল ও ইয়ান ফান্ড্রাই জুটি।

লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন ব্রেন্ডেল-ফান্ড্রাই জুটি শিরোপা ধরে রাখতে রিওতে শনিবার রাতে তিন মিনিট ৪৩.৯১২ সেকেন্ডে রেস শেষ করেন।

ব্রাজিলের এরলোন দে সৌজা সিলভা ও ইজাকিয়েস কিরোজ শুরু থেকে এগিয়ে থাকলেও শেষ ২৫০ মিটারে জার্মানদের পিছনে পড়ে যান। শেষ পর্যন্ত তাদের চেয়ে এক সেকেন্ডের কম সময় পর ফিনিশিং লাইন পার হন স্বাগতিক জুটি। ইউক্রেন পেয়েছে ব্রোঞ্জ।

পুরুষ কায়াক ফোরেও সোনা জার্মানির

ব্রেন্ডেল-ফান্ড্রাই জুটির সাফল্যের কিছুক্ষণ পরেই পুরুষ কায়াক ফোর ১ হাজার মিটারে ক্যানু স্প্রিন্টের চতুর্থ সোনার পদক জেতে জার্মানি।

তিন মিনিট ২.০৪৩ সেকেন্ডে রেস শেষ করে চার জনের জার্মান দল। 

স্লোভাকিয়া রুপা ও চেক প্রজাতন্ত্র ব্রোঞ্জ জিতেছে।

মেয়েদের কায়াক ফোরে শিরোপা ধরে রাখল হাঙ্গেরি

মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে হাঙ্গেরি।

এই সাফল্যের পথে হাঙ্গেরির দানুতা কোজাক পঞ্চম সোনার পদক জিতলেন।

জার্মান দল রুপা এবং বেলারুশ ব্রোঞ্জ জিতেছে।

পুরুষ কায়াক এককে সেরা হিথ

কায়াক ডাবল ২০০ মিটারে রুপা জয়ী ব্রিটেনের লিয়াম হিথ এবার গলায় পড়লেন সোনার পদক।

শনিবার পুরুষ কায়াক একক ২০০ মিটারে ফ্রান্সের মাক্সিমে বুমোঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হিত।

৩৫.১৯৭ সেকেন্ডে রেস শেষ করেন ৩২ বছর বয়সী হিথ।

কায়াক ডাবলে সোনা জেতা স্পেনের সাউল ক্রাভিতো ও জার্মানির রোনাল্ড রাউয়ে ব্রোঞ্জ পেয়েছেন।