মেয়েদের বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ শিরোপা

অলিম্পিক বাস্কেটবলে আধিপত্য থাকলো যুক্তরাষ্ট্রের মেয়েদেরই। ফাইনালে ১০১-৭২ পয়েন্টে স্পেনকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো সোনার পদক জিতেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 10:30 AM
Updated : 21 August 2016, 10:30 AM
রিও গেমসের পঞ্চদশ দিন শনিবার ফাইনালে যুক্তরাষ্ট্রের শুরু খুব একটা ভালো ছিল না। সে সুযোগে শুরুর দিকে এগিয়ে ছিল স্প্যানিশরাই। তবে ঘুরে দাঁড়িয়ে বিরতির আগে ১৭ পয়েন্টে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।     

এরপর স্পেনকে আর কোনো সুযোগ না দিয়েই অলিম্পিকে টানা ৪৯তম জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

অলিম্পিকে দলগত ক্রীড়ায় এমন সাফল্য আছে মাত্র আর দুটি দলের; যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল ১৯৩৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত টানা সাত বার সোনা জিতেছিল। আর পুরুষ হকিতে ভারত ১৯২৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত টানা ছয়বার সোনা জিতেছিল।

অলিম্পিক মেয়েদের বাস্কেটবলে স্পেন এই প্রথম পদক পেল।

ফ্রান্সকে ৭০-৬৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সার্বিয়া।