হিগুয়াইনের গোলে ইউভেন্তুসের শুভসূচনা

টানা ষষ্ঠবারের মতো সেরি আ শিরোপা জয়ের লক্ষ্যে ইউভেন্তুস শুভ সূচনা করেছে। নাপাোলি থেকে যোগ দেওয়া গনসালো হিগুয়াইনের জয়সূচক গোলে ফিওরেন্তিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালির শীর্ষ লিগের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 09:28 PM
Updated : 20 August 2016, 09:29 PM

সেই ২০১১-১২ মৌসুম থেকে টানা সেরি আর শিরোপা জেতা দলটি শনিবার রাতে নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত। ক্ন্তিু খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি সামি খেদিরা।

গত আসরে দলের সর্বোচ্চ গোলদাতা পাওলো দিবালার কয়েকটি শট ব্যর্থ হওয়ার পর ৩৭তম মিনিটে ভক্তদের মুখে হাসি ফোটান খেদিরা। জর্জো কিয়েল্লিনির চমৎকার ক্রসে অতিথিদের প্রতিরোধ ভাঙেন এই জার্মান ফরোয়ার্ড।

এর আগে লিগের উদ্বোধনী ম্যাচে উদিনেসেকে ৪-০ গোলে হারায় রোমা।

দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে ম্যাচে সমতা আনেন নিকোলা কালিনিচ। জোসিপ ইলিচিচের কর্নারে দারুণ হেডে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

৬৬তম মিনিটে মারিও মানজুকিচের বদলে মাঠে আসা আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন জাল খুঁজে পেতে বেশি সময় নেননি। গত আসরের সর্বোচ্চ গোলদাতা ৭৫তম মিনিটে ছয় গজ দূর থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান। দলকে তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য এই গোলই যথেষ্ট ছিল।