দু গোলে এগিয়েও পয়েন্ট খোয়ালো মোহামেডান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2016 10:06 PM BdST Updated: 20 Aug 2016 10:06 PM BdST
দুই গোলে এগিয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম জয়ের সম্ভাবনা উঁকি দিয়েছিল। শুরুর ছন্দ ধরে রাখতে না পারায় তা উড়ে গেল। শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের কাছে পয়েন্ট খুইয়ে মাঠ ছেড়েছে জসিমউদ্দিন জোসির দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের শুরু হতে না হতেই তৌহিদুল আলম সবুজের গোলে এগিয়ে যায় মোহামেডান; ১৬ সেকেন্ডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। সপ্তদশ মিনিটে মাসুদ রানার হাত ধরে ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা।

প্রথমার্ধের শেষ দিকে মহিউদ্দিন রাসেলের চকিত ভলি মোহাম্মদ নেহাল ফিস্ট করে ফেরালে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।
৬৩তম মিনিটে কিংসলের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। গোছালো একটি আক্রমণে থেকে মোহামেডানের দুই ডিফেন্ডারের ব্যর্থতার সুযোগ কাজে লাগয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ দিকে প্রথম জয়ের জন্য মোহামেডান মরিয়া আক্রমণ চালালেও ব্রাদার্সের জালে গোল পায়নি। শেষ পর্যন্ত পঞ্চম ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
ছয় ম্যাচে পাঁচটি করে ড্রয়ে মোহামেডান ও ব্রাদার্স দুই দলই ৫ পয়েন্ট নিয়ে লিগের নিচের দিকে রয়েছে।
শনিবার প্রথম ম্যাচে সানডে চিজোবার জোড়া গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারায় আবাহনী ক্রীড়া চক্র।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে