তাজিকিস্তানকে প্রথম অলিম্পিক সোনা এনে দিলেন নাজারভ

হ্যামার থ্রোতে সোনা জিতেছেন তাজিকিস্তানের দিলশোদ নাজারভ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে স্বাধীনতা লাভ করার পর মধ্য এশিয়ার দেশটির এটাই অলিম্পিকে প্রথম সোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 10:44 AM
Updated : 16 Oct 2016, 10:47 AM
রিও দে জেনেইরো অলিম্পিকে তাজিকিস্তানের পতাকা বহন করা নাজারভ ৭৮ দশমিক ৬৮ মিটার দূরে হাতুড়ি ছুঁড়েন। বেলারুশের ৪০ বছর বয়সী আইভান তিসিখান ৭৭ দশমিক ৭৯ মিটার দূরে হাতুড়ি ছুঁড়ে পেয়েছেন রুপা।

ব্রোঞ্জ পেয়েছেন ভয়চেখ নোভিচকি; ৭৭ দশমিক ৭৩ মিটার দূরে হাতুড়ি ছুঁড়েছেন পোল্যান্ডের এই অ্যাথলেট।

গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হওয়া নাজারভ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নিতে পারেনি। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ডোপ টেস্টের জন্য দেওয়া নমুনায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতির কারণে লন্ডন অলিম্পিকে ছিলেন না তিনি।

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে রিওতে সোনা জিতলেন তিনি।