শেষ সেকেন্ডের কিকে ইতিহাস সিসের

কোত দি ভোয়াকে অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা এনে দিয়েছেন চেইক সাল্লাহ সিসে। শেষ সেকেন্ডের কিকে যুক্তরাজ্যের লুতালো মুহাম্মাদকে হারিয়ে ছেলেদের তায়কোয়ান্দোর ৮০ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন ২২ বছর বয়সী এই অ্যাথলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 09:02 AM
Updated : 16 Oct 2016, 10:47 AM

খেলার শেষ সেকেন্ডে মুহাম্মাদের মাথায় রিভার্স কিকে ৪ পয়েন্ট পেয়ে ৮-৬ পয়েন্টে জেতেন সিসে। এরপরই খেলার সময় ফুরিয়ে যায়। এই কিকের আগ পর্যন্ত ৬-৪ পয়েন্টে পিছিয়ে ছিলেন তিনি।

তায়েকোয়ান্দোতে মাঝে এক পয়েন্টের বিরতি দিয়ে দুই মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিপক্ষের শরীরের সামনের অংশে কিক মারতে পারলে পাওয়া যায় ১ পয়েন্ট, ঘুরিয়ে মারা কিকের জন্য মেলে ২ পয়েন্ট। মাথায় সাধারণ কিকের জন্য ৩ পয়েন্ট আর স্পিনিং কিকের জন্য ৪ পয়েন্ট পাওয়া যায়।

রিও দে জেনেইরো অলিম্পিকে এ নিয়ে দ্বিতীয় পদক পেলো কোত দি ভোয়া। মেয়েদের ৬৭ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জেতেন দেশটির রুথ জাগবি।

১৯৮৪ সালের ছেলেদের ৪০০ মিটার স্প্রিন্টে রুপা জেতা ছিল এর আগে দেশটির একমাত্র অলিম্পিক পদক।

আজারবাইজানের মিলাদ বেইগি হারচেগানি ও তিউনেশিয়ার উসামা ওইসলাতি ব্রোঞ্জ জিতেছেন।

মেয়েদের ৬৭ কেজির সোনা ওহ হাই-রির সোনা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সের হাবি নিয়ারেকে ১৩-১২ পয়েন্টে হারিয়ে মেয়েদের তায়কোয়ান্দোর ৬৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ হাই-রি।

এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছেন কোত দি ভোয়ার রুথ জাগবি ও তুরস্কের নুর তাতার।