রিওতে রেসলিং থেকে ইরানকে প্রথম সোনা দিলেন হাসান

‘ফেভারিট’ আনিউয়ার গেদুয়েভকে হারিয়ে রিও দে জেনেইরো অলিম্পিকের রেসলিং থেকে ইরানকে প্রথম সোনা এনে দিয়েছেন হাসান ইয়াজদানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 07:38 AM
Updated : 16 Oct 2016, 10:49 AM

তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গেদুয়েভ ছিলেন ৭৪ কেজি ফ্রিস্টাইলে ফেভারিট। তার সঙ্গে হাসানের লড়াইটা দারুণ জমেছিল। প্রথম পর্বে ৬-০ পয়েন্টে পিছিয়ে ছিলেন ইরানের কুস্তিগীর। তবে ম্যাচ শেষের তিন সেকেন্ড বাকি থাকতে সমতায় ফেরা ২১ বছর বয়সী হাসানই শেষ পর্যন্ত সোনা জয়ের হাসি হেসেছেন।

রিওতে রেসলিং থেকে এর আগে তিনটি ব্রোঞ্জ পেয়েছিল ইরান।

আজারবাইজানের জাব্রাইল হাসানোভ এবং তুরস্কের সোনের দেমিরতাস পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।

৫৭ কেজি ওজনশ্রেণির সোনা জর্জিয়ার

ছেলেদের ফ্রিস্টাইলে ৫৭ কেজি ওজনশ্রেণিতেও সোনার পদকের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

ফাইনালে ৩-৩ সমতার পর কাউন্টব্যাকে জাপানে রেই হিগুচিকে হারিয়ে সোনা জিতেছেন জর্জিয়ার ভ্লাদিমির খিনচেগাশভিলি।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে রুপা জেতা ভ্লাদিমির রিও দে জেনেইরো অলিম্পিকে রেসলিং থেকে জর্জিয়াকে প্রথম সোনা এনে দিলেন। রিওতে এ নিয়ে দ্বিতীয় সোনা জিতল দেশটি।

আজারবাইজানের হাজি আলিয়েভ ও ইরানের হাসান রাহিমি ব্রোঞ্জ পেয়েছেন।