মেয়েদের হকিতে যুক্তরাজ্যের প্রথম সোনা

মেয়েদের হকির ফাইনালে নির্ধারিত সময়ের জমজমাট লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে গতবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাজ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 06:31 AM
Updated : 16 Oct 2016, 10:50 AM

মেয়েদের হকিতে যুক্তরাজ্যের এটাই প্রথম অলিম্পিক সোনা।

২০০৮ সালে বেইজিংয়ে ও ২০১২ সালে লন্ডনে চ্যাম্পিয়ন হওয়া ডাচরা ফাইনালেও ছিল সবচেয়ে ফেভারিট দল। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে টানা তৃতীয়বার সোনা জয়ের সম্ভাবনা জোরালো করেছিল তারা। জার্মানির সঙ্গে নির্ধারিত সময় ১-১ গোলে ড্রয়ের পর শুটআউটে ৪-৩ এ জিতে অপরাজিত থেকে ফাইনালে ওঠে নেদারল্যান্ডস।

অন্যদিকে, গ্রুপের সবকটি ম্যাচ জেতা যুক্তরাজ্যও দারুণ আত্মবিশ্বাস নিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফাইনালে ওঠে। আর উঠেই বাজিমাত করল চার বছর আগে লন্ডনে ব্রোঞ্জ জেতা দলটি।

রিও দে জেনেইরো অলিম্পিকের চতুর্দশ দিন শুক্রবার ফাইনালের নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্রয়ের পর ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়। ২-০ গোলে এতে জিতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাজ্য। টাইব্রেকারে দুই দলের নেওয়া ১০ শটের মাত্র দুটিতেই গোল হয়।

নিউ জিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে জার্মানির মেয়েরা।