রিওতে ব্যাডমিন্টনে অবশেষে চীনের সাফল্য

নখ-কামড়ানো উত্তেজনার ফাইনালে স্নায়ুচাপ জয় করে এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে চীনকে এবারের অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে প্রথম সোনা এনে দিয়েছে ফু হাইফেং ও ঝাং নান জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 05:43 AM
Updated : 16 Oct 2016, 10:51 AM
গেমসের চতুর্দশ দিন শুক্রবার ছেলেদের দ্বৈতের সোনার পদক নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ১৬-২১, ২১-১১, ২৩-২১ পয়েন্টে জেতে চীন।
শেষ গেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়ার গো ভি. শেম ও তান উই কিওং জুটি। কিন্তু দুজনই নিজ নিজ সার্ভ নেটে লাগান। আর এই সুযোগে হাইফেং-নান জুটি তুলে নেন অসাধারণ এক জয়।

চার বছর আগে লন্ডনে ব্যাডমিন্টনের সবকটি ইভেন্টে সোনা জেতা চীনের খেলোয়াড়দের এবারের পারফরম্যান্স হতাশাজনক। মেয়েদের দ্বৈত, একক ও মিশ্র দ্বৈতের শিরোপা জিততে পারেনি তারা।