সাইক্লিং বিএমএক্সে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন পাহোন

মেয়েদের সাইক্লিং বিএমএক্সে শিরোপা ধরে রেখে কলম্বিয়ান সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন মারিয়ানা পাহোন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 05:35 AM
Updated : 16 Oct 2016, 10:51 AM

২০১২ সালে লন্ডনে কলম্বিয়াকে অলিম্পিক ইতিহাসের দ্বিতীয় সোনা এনে দিয়ে মারিয়ানা হয়ে উঠেছিলেন জাতীয় সম্পদ। এবারও হতাশ করেননি দেশবাসীকে।

মেয়েদের ফাইনালে শুক্রবার রিওর এক্স পার্ক ট্র্যাকে শিরোপা ধরে রাখার লড়াইয়েও তিনি ছিলেন অদম্য। জাম্পিং ও বাঁক নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করেননি ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। রেসের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে সোনা নিশ্চিত করেন মারিয়ানা।

যুক্তরাষ্ট্রের অ্যালিস পোস্ট রুপা ও ভেনেজুয়েলার স্তেফানি এরনান্দেস ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ সাইক্লিং বিএমএক্সে চ্যাম্পিয়ন ফিল্ডস

পুরুষ সাইক্লিং বিএমএক্স ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে প্রথম অলিম্পিক সোনার পদক গলায় ঝুলিয়েছে যুক্তরাষ্ট্রের কনর ফিল্ডস।

রিও গেমসের চতুর্দশ দিন শুক্রবার পদক নির্ধারণী রেসের মাঝ পর্যন্ত স্বদেশি নিকোলাস লংয়ের চেয়ে পিছিয়ে ছিলেন ফিল্ডস। তবে এরপরই চমৎকারভাবে কয়েকটি বাঁক নিয়ে এগিয়ে সোনা জেতেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

তার পেছনে থেকে রুপা জিতেছেন নেদারল্যান্ডসের ইয়েল্লে ফন গোরকোম আর ফটো ফিনিশে লংকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন কলম্বিয়ার কার্লোস আলবের্তো রামিরেস ইয়েপেস।