ভারতের সিন্ধুকে হারিয়ে সোনা স্পেনের মারিনের

রিও দে জেনেইরো অলিম্পিকে ভারতের প্রথম সোনা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল। ব্যাডমিন্টনের নারী এককের ফাইনালে ভারতের পি ভি সিন্ধুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কারোলিনা মারিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 04:31 PM
Updated : 19 August 2016, 04:31 PM

স্পেনে ব্যাডমিন্টনের ‘রাফা নাদাল’ নামে পরিচিতি মারিন ১৯-২১, ২১-১২, ২১-১৫ ব্যবধানে সিন্ধুকে হারান। ব্যাডমিন্টন থেকে এটাই স্পেনের প্রথম পদক।

সোনার স্বপ্ন গুঁড়িয়ে গেলেও রিওর আসরে সিন্ধুর জেতা রুপাই এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ প্রাপ্তি। এর আগে মেয়েদের রেসলিং থেকে দেশটিকে ব্রোঞ্জ এনে দেন সাক্ষী মালিক।

চার বছর আগে লন্ডন অলিম্পিকে ভারতকে ব্যাডমিন্টনের ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে এসে ২১ বছর বয়সী সিন্ধু নেহওয়ালকে ছাপিয়ে গেলেন।

চোটের কারণে চীনের লি শুয়েরুই সরে দাঁড়ালে ওয়াকওভারে এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের নোজোমি ওকুহুরা।