হুলিও সেসারের সোনায় চক্র পূরণ কিউবার

তিন রাউন্ডে অধিপত্য করে অলিম্পিকে প্রথম সোনা জিতেছেন কিউবার বক্সার হুলিও সেসার লা ক্রুস। লাইট-হেভিওয়েট ইভেন্টে ২৭ বছর বয়সী ক্রুস হারিয়েছেন কাজাখস্তানের আদিলবেক নিয়াজিমবেতোভকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 05:12 AM
Updated : 19 August 2016, 05:12 AM
চার বছর আগে কোয়ার্টার-ফাইনালে হেরে সোনার স্বপ্ন গুঁড়িয়েছিল তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন লা ক্রুসের। রিও গেমসের ত্রয়োদশ দিন সোনার স্বপ্ন পূরণ হলো তার।

রিও অলিম্পিকের বক্সিংয়ে এটাই কিউবার প্রথম সোনা।

এর মধ্য দিয়ে একটা চক্রও পূরণ হলো কিউবার। অলিম্পিক বক্সিংয়ের ১২টি ওজনশ্রেণিতেই সোনা জেতা হয়ে গেল এই ক্রীড়ায় দাপট দেখানো দেশটির।

২৭ বছর বয়সী নিয়াজিমবেতোভ ২০১২সালের লন্ডন অলিম্পিকেও রুপা জিতেছিলেন।