রেসলিংয়ে চমক যুক্তরাষ্ট্রের হেলেনের

যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের ইতিহাসে রেসলিং থেকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন হেলেন ম্যারোলিস। মেয়েদের ৫৩ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইল ‍রেসলিংয়ে ১৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের সাওরি ইওশিদাকে হারিয়ে চমক দেখিয়েছেন এই কুস্তিগীর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 04:27 AM
Updated : 19 August 2016, 04:27 AM
রিও গেমসের ত্রয়োদশ দিনে ফাইনালে ইওশিদাকে ৪-১ ব্যবধানে হারান ২৪ বছর বয়সী হেলেন।

টানা চতুর্থ অলিম্পিক সোনা জয়ের আশা ছিল ইওশিদার। এ নিয়ে সিনিয়র ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার হারলেন ৩৩ বছর বয়সী এই কুস্তিগীর।

৭৫ কেজি ওজনশ্রেণির সোনা কানাডার এরিকার

অলিম্পিকে কানাডার দ্বিতীয় কুস্তিগীর হিসেবে সোনা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন এরিকা উইব।

মেয়েদের ৭৫ কেজি ওজনশ্রেণিতে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা কাজাখস্তানের গুজেল মানিরোভাকে ৬-০ ব্যবধানে হারিয়ে সেরা হয়েছেন এরিকা।

কুস্তি থেকে জাপানের চতুর্থ সোনা রিসাকোর

রিও দে জেনেইরো অলিম্পিকের কুস্তি থেকে জাপানকে চতুর্থ সোনা এনে দিয়েছেন ২১ বছর বয়সী রিসাকো কাওয়াই।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বেলারুসের মারিয়া মামাশুখকে ৬-০ ব্যবধানে হারিয়ে মেয়েদের ফ্রিস্টাইলের ৬৩ কেজি ওজনশ্রেণির ফাইনালে জেতেন ২১ বছর বয়সী কাওয়াই।

চার সোনা ও দুই রুপা নিয়ে রিওর আসরে কুস্তির পদকতালিকায় শীর্ষে রয়েছে জাপান।